নাহ্, css color প্রোপার্টি শুধু টেক্সট এর জন্যই না। কোন একটি এলিমেন্টে যখন color
প্রোপার্টি দেয়া হয়, তখন সেই এলিমেন্টের টেক্সট ছাড়াও আরও কিছু জায়গায় এর প্রভাব পরে। টেক্সট ছাড়াও যে জায়গুলোতে color
প্রোপার্টি কাজ করে, সেগুলো হলো-
img
ট্যাগের এট্রিবিউটalt
এর টেক্সট কালার।ol
,ul
এবংli
এর বর্ডার-কালার।li
ট্যাগেরlist-style-type
এর কালার
তো বন্ধুরা, এগুলোই হলো ঐসব জায়গা যেখানে css color প্রোপার্টি কাজ করে টেক্সট ছাড়াও। আর হ্যা, color
প্রোপার্টি অবশ্যই প্যারেন্ট এলিমেন্টে থাকতে হবে। একটা উদাহরণ দিলে আরও ভালভাবে ক্লিয়ার হবে-
এটা নিয়ে ফেসবুকে অনেকদিন আগে বলছিলাম। এই কিছুদিন আগে বিষয়টা আবার সামনে আসে। তাই ভাবলাম সাইটে রেখে দিই। কখন কার কাজে লাগবে কে জানে। এ বিষয়ে আরও কিছু দেখতে চাইলে এই আর্টিক্যালটি পড়তে পারেন।
css color by Bootstrap classes
শুধু কালারের জন্য Bootstrap এর কিছু ক্লাস রয়েছে। বিস্তারিত এই লিংকে পাবেন। এটি Bootstrap এর utilities সেকশানের একটি অংশ।
অনেকদিন পর, আবার শুরু করার ইচ্ছা আছে নিয়মিত লেখা, দেখা যাক কি হয়, ভাল থাকবেন সবাই।